আগামী নির্বাচন দেশের পাশাপাশি বিদেশেও গ্রহণযোগ্যতা পাবে, এমনটাই বলছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
রবিবার (৩১ ডিসেম্বর) ঢাকায় নির্বাচন–সংশ্লিষ্ট ৫২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করে, তিনি বলেন– ৭ জানুয়ারি প্রমাণ করতে হবে, দলীয় সরকারের অধীনে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব।
জাতীয় সংসদ নির্বাচনে যেসব নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন, রবিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তাদের প্রশিক্ষণের আয়োজন করা হয়। সকালে একদিনের এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
এসময় নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোটের প্রয়োজনীয়তা তুলে ধরে, বেশ কিছু নির্দেশনা দেয়। প্রধান নির্বাচন কমিশনার বলেন, ৭ জানুয়ারির ভোটে জনগণ ও বিদেশিদের প্রত্যাশা যাতে প্রতিফলিত হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।
সিইসি জানান, ভোটকেন্দ্রে গোপন কক্ষ ছাড়া, সবখানেই গণমাধ্যমকর্মীদের প্রবেশের অধিকার থাকবে।
আরও পড়ুন: নির্বাচন নিয়ে বিদেশি ষড়যন্ত্র রুখে দিতে হবে: শেখ হাসিনা
আল/ দীপ্ত সংবাদ