আসন্ন নির্বাচনে ভিন্নরকম উত্তাপ ছড়াচ্ছে ব্রাহ্মণবাড়িয়া–২ আসন। সেখানে জামাই–শ্বশুর প্রার্থী হয়েছেন। তবে ভোটের মাঠে পারিবারিক সম্পর্ক প্রভাব ফেলবে না বলে জানান জাতীয় পার্টির এই দুই নেতা।
নির্বাচনে জয়ী হতে তােড়জোড় চলছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের। ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে এই ভোটযুদ্ধে নেমেছেন জামাই রেজাউল ইসলাম ভুঁইয়া এবং তার শ্বশুর জিয়াউল হক মৃধা।
সম্পর্কে জামাই–শ্বশুর দুজনেই জাতীয় পার্টির সমর্থক। তবে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক পেয়েছেন রেজাউল ইসলাম। তার অন্যতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক মৃধা।
আসনটি জাতীয় পার্টির জন্য ছাড় দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
ফলে জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব রেজাউল ইসলাম ভুঁইয়ার অবস্থান বেশ শক্ত। অপরদিকে শ্বশুর জিয়াউল হক মৃধা জাতীয় পার্টি থেকে দুইবারের নির্বাচিত সংসদ সদস্য। ফলে, তারও রয়েছে নিজস্ব ভোট ব্যাংক।
লাঙ্গল প্রতীকে জাপার প্রার্থী জানান, রাজনৈতিক ও পারিবারিক সম্পর্ক আলাদা।
সরাইল ও আশুগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এই আসনে মোট ভােটার ৪ লাখ ১০ হাজার ৭২ জন। মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থি ৭ জন।
এসএ/দীপ্ত নিউজ