২৯
গাজায় গণহত্যার অপরাধে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালত মামলা করেছে সাউথ আফ্রিকা।
এ পর্যন্ত গাজায় প্রায় তিন মাস ধরে চালানো ধ্বংসযজ্ঞ ও বোমা হামলায়, ২১ হাজার ৫০০ জনের বেশি মানুষ মারা গেছে। এমন অবস্থায় এই মামলা করল দেশটি।
শুক্রবার আইসিজিতে করা মামলার আবেদনে, গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা বলে অভিহিত করেছে সাউথ আফ্রিকা।
আবেদনে বলা হয়, ইসরায়েল উদ্দেশ্যমূলকভাবে ফিলিস্তিনি নাগরিকদের একটি উল্লেখযোগ্য অংশ ও জাতিগোষ্ঠী ধ্বংস করেছে।
তবে জাতিসংঘের আদালতে মামলাটি প্রত্যাখ্যান করেছে ইসরায়েল।
এসএ/দীপ্ত নিউজ