ভোটে জয়ী হলে অবহেলিত এলাকার উন্নয়নে কাজ করতে চান ঢাকা–১৮ আসনের স্বতন্ত্র প্রার্থীরা। আর ঢাকা–১৬ ও ঢাকা–১১ আসনের আওয়ামী লীগ প্রার্থীরা বলছেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণ আবারো নৌকাকে বিজয়ী করবেন।
ঢাকা–১৮ আসনের দক্ষিণ খানের চেয়ারম্যান বাড়ি সড়ক বেশ কিছুদিন ধরেই বন্ধ। কারণ উন্নয়নকাজ চলমান। কিছু এলাকার সড়ক উন্নয়নে কাজ চললেও এখনো তার ছোঁয়া লাগেনি উত্তরার পাশের তুরাগ, উত্তরখান, চামুরখান, কাঁচকুড়া, নয়া–নগরসহ অনেক এলাকার। তাই ভোটাররা বলছেন, উন্নয়নের কান্ডারিকে বেছে নেবেন তারা।
এই আসনে আওয়ামী লীগের প্রার্থী নেই। তবে স্বতন্ত্র হয়ে লড়ছেন আওয়ামী লীগের দুই নেতা। ভোট চাইতে ঘুরছেন এলাকাবাসীর দুয়ারে।
ঢাকা–১১ আসনে ভোটযুদ্ধে নেমেছেন আওয়ামী লীগের ওয়াকিল উদ্দিন আর ঢাকা–১৬ আসনে ইলিয়াস উদ্দিন মোল্লাহ। নৌকাকে বিজয়ী করতে চালাচ্ছেন প্রচারণা।
আরও পড়ুন: ভোটারদের কাছে ট্রাক নিয়ে ছুটছেন স্বতন্ত্র প্রার্থী
আল/ দীপ্ত সংবাদ