সমর্থন আদায়ে ক্রিকেট তারকা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া মাশরাফি বিন মুর্তজা দিনরাত ছুটছেন ভোটারের দুয়ারে। হাঁটুর ব্যথা থাকলেও তা উপেক্ষা করে যাচ্ছেন সাধারণ মানুষের কাছে। জনগণও ভালবেসে তাকে বুকে টেনে নিচ্ছেন।
বুধবার (২৭ ডিসেম্বর) বেলা এগারোটার দিকে বাসা থেকে বের হয়ে নড়াইল সদর উপজেলার ধোন্দা গ্রামে গেলে জনগণ ফুল দিয়ে বরণ করেন মাশরাফি বিন মর্তুজাকে। তাকে একনজর দেখতে শিশু থেকে বৃদ্ধ সকল বয়সী মানুষেরা ছুটে আসেন। সবার সাথে সালাম, শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন মাশরাফি।
এরপর বন্ধুর বাইকে চড়ে মেঠোপথ ধরে পৌঁছান চরবিলা গ্রামে। পথে বিভিন্ন স্থানে দাঁড়িয়ে জনগণের সাথে কুশল বিনিময় করেন মাশরাফি। চরবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পথসভায়ও অংশ নেন তিনি।
পথসভা শেষে শাহাবাদ, দলজিৎপুর, সরসপুর, আলোকদিয়া, মিনা বাজার থেকে তুলারামপুর হয়ে চাঁচড়া নফেল উদ্দীন বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয়ে যান মাশরাফি। সেখানে একটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ উদ্বোধন করেন তিনি।
এরপর সদর উপজেলার মুলিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ করে সন্ধ্যা নামতেই ফিরে যান শহরে। এভাবেই হাঁটুর যন্ত্রণা উপেক্ষা করে প্রতিদিন বিরামহীন মানুষের দ্বারে দ্বারে ছুটছেন নড়াইল–২ আসনের নৌকার মাঝি মাশরাফি।
আরও পড়ুন: কষ্ট করে হলেও আপনারা কেন্দ্রে যাবেন: মাশরাফি
আল/ দীপ্ত সংবাদ