হবিগঞ্জ–৪ আসনে ঈগল প্রতীক নিয়ে লড়ছেন, স্বতন্ত্র প্রার্থী সৈয়দ সায়েদুল হক সুমন। এই আসনে মোট প্রার্থী ৮ জন। অন্যদের মতোই সকাল থেকে রাত পর্যন্ত ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন ব্যরিস্টার সুমন।
মিছিল বা জনসমাবেশ নয়। সাধারণ মানুষের সঙ্গে ক্রিকেট খেলে প্রচারণা চালাচ্ছেন, হবিগঞ্জ–৪ আসনের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ সায়েদুল হক সুমন। পেশায় আইনজীবী হলেও, ফুটবল ক্রিকেটসহ বিভিন্ন খেলাধূলার প্রতি তার বিশেষ ঝোঁক রয়েছে।
শিল্প কারখানা, পাহাড় ও চা–বাগান অধ্যুষিত মাধবপুর ও চুনারুঘাট উপজেলা নিয়ে গঠিত হবিগঞ্জ–৪ আসন। নির্বাচনী প্রচারণায় বের হয়ে, চা শ্রমিকদের সাথে সময় কাটান সুমন। শোনের তাদের কষ্টের কথা, দেন প্রতিশ্রুতি।
ভোটাররা জানান, কোনো এমপি কিংবা মন্ত্রী না হলেও, সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন ব্যারিস্টার সুমন। নিজ খরচে নির্মাণ করেছেন ৪৯টি ব্রিজ ও রাস্তা–ঘাট। এছাড়া মানবিক কাজেও এগিয়ে আসেন তিনি।
হবিগঞ্জ–৪ আসনে সুমনের প্রতিদ্বন্দ্বী আছেন আরও ৭ জন। মোট ভোটার ৫ লাখ ১২ হাজার ৩০৮ জন।
আরও পড়ুন: শোকজের জবাব দিতে ইসিতে যাবে ব্যারিস্টার সুমন
আল/ দীপ্ত সংবাদ