নৌকার প্রার্থীদের মধ্যে যারা দায়িত্ব–জ্ঞানহীন কথা বলে ও ক্ষমতার দাপট দেখায়, তাদের মুখ বন্ধ রাখতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন, আ.লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁও–এ ঢাকা জেলা আওয়ামী লীগ অফিস উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নির্বাচনের পরিবেশ নষ্ট করার জন্য তাদের বিরুদ্ধে ইসি ব্যবস্থা নিলে, আওয়ামী লীগ অকুণ্ঠ সমর্থন দেবে বলেও জানান কাদের।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে, দেশজুড়ে ৪২ হাজার কেন্দ্রের ২ লাখ ৬১ হাজার বুথে হবে ভোটগ্রহণ। এজন্য নৌকার প্রার্থীর প্রতিনিধি হিসেবে থাকা পোলিং এজেন্টদের প্রশিক্ষণের আয়োজন করেছে, আওয়ামী লীগ। এতে অংশ নিচ্ছে ১ হাজার ৫৮৭ জন পোলিং এজেন্ট।
সুষ্ঠু ভোট আয়োজনে তাদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান, আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা সাবের হোসেন চৌধুরী।
আ.লীগ সাধারণ সম্পাদক অভিযোগ করেন, দেশের রাজনীতি, গণতন্ত্র ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ধ্বংস করেছে জিয়া পরিবার।
কোথাও কোথাও নির্বাচনী প্রচারণায়, আ.লীগ প্রার্থীদের অসংলগ্ন আচরণ, কথা ও ভোটারদের ভয়ভীতি দেখানোর ঘটনায় ক্ষোভ জানান দলের সাধারণ সম্পাদক। হুঁশিয়ারি দেন, ব্যবস্থা নেয়ার।
দলের প্রতি ‘অতি দরদ‘ দেখাতে গিয়ে ভোটকেন্দ্রের পরিবেশ নষ্ট না করতে, পোলিং এজেন্টদের প্রতি আহ্বান জানান, ওবায়দুল কাদের।
এসএ/দীপ্ত নিউজ