দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ৩২টি দেশীয় সংস্থার সমন্বয়ে ইলেকশন অবজারভার কনসোর্টিয়াম গঠিত হয়েছে। সেখানে সভাপতি করা হয় শিশু প্রতিভা বিকাশ কেন্দ্রের নির্বাহী পরিচালক আবদুল্লাহ আল মানুনকে।
সোমবার (২৫ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে সংগঠনের আত্মপ্রকাশ ঘটে।
নির্বাচন পর্যবেক্ষণের জন্য নির্বাচন কমিশনের নিবন্ধিত ৯৬টি বেসরকারি সংস্থার মধ্যে ৩২টির সমন্বয়ে গঠিত হয়েছে ইলেকশন অবজারভার কনসোর্টিয়াম। এ সংগঠনের উপদেষ্টা হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক জিয়া রহমান এবং সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ ইশতিয়াক রেজা।
তিনি বলেন, আমরা অনুমোদিত ৩২টি সংস্থা বাংলাদেশের ৬৪টি জেলায় ৩০০টি সংসদীয় আসনে মোট ৯ হাজার ৫৫৭ জন পর্যবেক্ষকের তালিকা নির্বাচন কমিশনে জমা দিয়েছি।
আবদুল্লাহ আল নোমান বলেন, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করা হবে পর্যবেক্ষকদের মধ্য থেকে নির্বাচিতদের ৮টি বিভাগে বিভক্ত করে। নিজস্ব মনিটরিং সেল থাকবে ইওসি’র ।মনিটরিং সেল গঠন করা হয়েছে সার্বক্ষণিক কার্যক্রম বাস্তবায়নের জন্য ।এর কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে ইওসি’র নিজস্ব অফিসে এর কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।
আরো পড়ুন: আচরণবিধি লঙ্ঘন ঠেকাতে তৎপর ইসি
লিয়ন/দীপ্ত নিউজ