খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব– ‘বড়দিন‘ কাল। ২৫ ডিসেম্বর তারিখে যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে এই উৎসব পালিত হয়।
অন্যান্য দেশের মতো বাংলাদেশের খ্রিস্ট ধর্মানুসারীরাও যথাযথ ধর্মীয় আচার, আনন্দ–উৎসব ও প্রার্থনার মধ্য দিয়ে দিনটি উদযাপন করবে। দিনটি উদযাপনে বিভিন্ন গির্জায় চলছে প্রস্তুতি।
যশোরের গির্জাগুলোতে উৎসবের আমেজ বিরাজ করছে। বিশ্ব মানবতার মঙ্গল কামনা করে, আজ রাত ১০টা থেকে সেখানে শুরু হবে চার দিনের বিশেষ প্রার্থনা।
এ উপলক্ষ্যে পুলিশের পাশাপাশি, নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে গির্জাগুলোর কর্তৃপক্ষ।
খ্রিস্ট ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুসারে, এ ধর্মের প্রবর্তক যিশু খ্রিস্ট ২৫ ডিসেম্বর বেথলেহেম শহরে জন্মগ্রহণ করেন। খ্রিস্ট ধর্মাবলম্বীদের বিশ্বাস, সৃষ্টিকর্তার মহিমা প্রচার এবং মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালনা করার জন্য যিশু খ্রিস্ট জন্ম নিয়েছিলেন।
এসএ/দীপ্ত নিউজ