আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ বিক্রি করে ক্ষমতায় আসতে হবে, এমন রাজনীতি তিনি করেন না।
শনিবার (২৩ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৬ জেলার নির্বাচনী জনসভায় ভার্চুয়াল বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, বিএনপির হাতে দেশ নিরাপদ নয়, তাদেরকে দেশের জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রচারণার অংশ হিসেবে জনসভার আয়োজন করে ৬ জেলার নেতাকর্মীরা।
কুষ্টিয়ার পাবলিক লাইব্রেরি, ঝিনাইদহের উজির আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠ, সাতক্ষীরায় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ, নেত্রকোণার জেলা স্টেডিয়াম, রাঙ্গামাটির শেখ রাসেল স্টেডিয়াম এবং বরগুনার বামনা ও পাথরঘাটা উপজেলায় এসব জনসভা অনুষ্ঠিত হয়।
এ সময় আওয়ামী লীগ সভাপতি আশা করেন, জনগণ স্বতস্ফুর্ত ভাবেই ভোট দেবেন।
বিএনপিকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে তাদের হাত থেকে দেশকে রক্ষার করতে, জনগণের প্রতি আহ্বান জানান তিনি।
এ সময় বিভিন্ন জেলার নেতাকর্মীদের সাথে কথা বলেন এবং বিভিন্ন পরামর্শ দেন আওয়ামী লীগ সভাপতি।
আরও পড়ুন: দেশের এমন কোনো জেলা নেই, যেখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি : প্রধানমন্ত্রী
এসএ/দীপ্ত নিউজ