বিশ্বজুড়ে ২০২৪ সাল হতে যাচ্ছে সবচেয়ে বড় নির্বাচনি বছর। এ বছর বাংলাদেশসহ বিশ্বের ৭৮টি দেশে হবে জাতীয় নির্বাচন। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, ভারত ও পাকিস্তানের মতো গুরুত্বপূর্ণ দেশ। ভোট দেবেন ৪২০ কোটির বেশি মানুষ।
২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে বিশ্বের বিভিন্ন দেশে শুরু হবে ভোট। বছরের প্রথম নির্বাচন হবে বাংলাদেশে, ৭ জানুয়ারি।
ফেব্রুয়ারিতে জনবহুল পাকিস্তান ও ইন্দোনেশিয়ায় এক সপ্তাহের ব্যবধানে হবে জাতীয় নির্বাচন।
এ ছাড়া আরও ৭৬টি দেশে হবে ভোট। ২০৪৮ সালের আগে, এক বছরে আর এত সংখ্যক নির্বাচন দেখা যাবে না।
জি–টোয়েন্টি ও জি–সেভেন এর মতো শক্তিশালী জোটের সদস্য কয়েকটি দেশেও হবে ভোট। ক্ষমতার পালাবদলের কারণে, পরিবর্তন আসতে পারে বৈশ্বিক ভূ–রাজনীতিতে।
মে মাসে হতে পারে বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র ভারতের জাতীয় নির্বাচন। এর পাশাপাশি মে তে হবে দক্ষিণ আফ্রিকার জাতীয় নির্বাচন। এ ছাড়া আফ্রিকার অন্যান্য দেশের মধ্যে আলজেরিয়া, বতসোয়ানা, চাদ, ঘানা, মোজাম্বিক, সেনেগাল, দক্ষিণ সুদানেও হবে ভোট।
নভেম্বরে হবে যুক্তরাষ্ট্রের ৬০তম প্রেসিডেন্ট নির্বাচন। যা নিয়ে পুরো বিশ্বে চলছে নানা জল্পনা–কল্পনা।
আগামী বছর ফিনল্যান্ড, বেলারুশ, পর্তুগাল, ইউক্রেনসহ ইউরোপের অন্তত ১০টি দেশে হবে জাতীয় নির্বাচন। ভোট হবে ইউরোপীয় পার্লামেন্টেও।
তাই ২০২৪ সালকে বিশ্বের গণতন্ত্রের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ বছর হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম– দ্য ইকোনমিস্ট।
এসএ/দীপ্ত নিউজ