ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, নির্বাচনের পর বাংলাদেশে তিস্তা প্রকল্পের কাজ নতুন করে শুরু করতে পারে চীন। এর পাশাপাশি ৭ জানুয়ারির পর ঢাকার সঙ্গে বেইজিংয়ের সম্পর্ক আরও বাড়বে।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত বাংলাদেশে চীনের ইমেজ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন ইয়াও ওয়েন।
সেন্টার ফর অল্টারনেটিভ আয়োজিত এই সেমিনারে চীনের প্রতি বাংলাদেশিদের মনোভাব নিয়ে একটি জরিপের ফল প্রকাশ করা হয়।
আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকেরা বলেন, চীনা ঋণ যে ফাঁদ নয়, বরং উপকারী মানুষের জন্য এই ধারণা তৈরিতে তাদেরই উদ্যোগ নিতে হবে। ঋণ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করারও আহবান জানান অনেকে।
এসব বিষয়ে ইতিবাচক পরিবর্তনের কথা জানিয়ে রাষ্ট্রদূত জানান, ঢাকা–বেইজিং বিমান চলাচল শুরু হবে আগামী বছর।
ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, মানবসম্পদ উন্নয়ন, বাণিজ্য ঘাটতি হ্রাস ও ভিসা জটিলতা দূরীকরণসহ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে চীন সরকার সহযোগিতা অব্যাহত রাখবে।
এসএ/দীপ্ত নিউজ