মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগর থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী দল “বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট”।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে মুক্তিজোটের পক্ষ থেকে ২৩ দফা দাবী সম্বলিত ইশতেহার ঘোষণা করেন মুক্তিজোট সংগঠনের প্রধান আবু লায়েস মুন্না।
দেশের প্রথম সরকারের শপথগ্রহণ ও স্বাধীনতার ঘোষণাপত্র পাঠস্থান ঐতিহাসিক মুজিবনগর স্মৃতিসৌধের পাদদেশে দাঁড়িয়ে এই ইশতেহার ঘোষণার সময় মুক্তিজোট নেতারা দেশের আর্থসামাজিক উন্নয়নে তাদের ২৩ দফা পালনে শপথ গ্রহনের মাধ্যমে অঙ্গীকার করেন।
এছাড়া ইশতেহারে সংগঠনটি স্থানীয় সরকার শক্তিশালীকরণ, ইউনিয়ন পর্যায়ে পোষ্ট অফিসকে কার্যকর করা, রেমিট্যান্স বৃদ্ধি, গণমাধ্যমকর্মী–সাহিত্যিক, কবিদের জন্য আর্থিক সুবিধা বৃদ্ধি, কৃষক–শ্রমিক–প্রবাসীদের জন্য বীমা ব্যবস্থা, চা–গার্মেন্টেস শ্রমিকদের জন্য বেতন নিশ্চয়তা, ক্ষুদ্র–নৃগোষ্টির জীবনমান উন্নয়ন, তৃতীয় লিঙ্গদের নিরাপত্তা নিশ্চিতকরণ, শ্রমিকদের অংশীদারিত্বের মাধ্যমে শিল্পকলকারখানা বৃদ্ধিকরণ সহ ২৩ দফা দাবী উত্থাপন ও বাস্তবায়নে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার অঙ্গীকার করা হয় এই সময়।
এই সময় মুক্তিজোট সংগঠনের পরিচালনা বোর্ড প্রধান শাহ জামাল আমিরুল, কন্ট্রোল বোর্ড প্রধান বদরুজ্জামান রিপন, কাঠামোগত সার্বক্ষনিক মুজিবুল হক সহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এসএ/দীপ্ত নিউজ