১১ দফায় ২২দিন অবরোধ আর ৪ দফায় ৫দিন হরতাল দিয়ে নির্বাচনের ঠিক ১৭দিন আগে সরকার পতনের এক দফা দাবি আদায়ে এবার অসহযোগ আন্দোলনের ডাক দিলো বিএনপি।
বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম–মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা জানান।
ডামী নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাক দিয়ে রিজভী বলেন, যে অবৈধ সরকার জনমতের বিরুদ্ধে নির্বাচনের নামে তামাশা করতে যাচ্ছে– সেই সরকারকে সহযোগিতা করা কোন দেশপ্রেমিক গণতন্ত্রকামী নাগরিকের জন্য উচিত হতে পারেনা বলেই আমরা আজ এই মুহুর্ত থেকে এই অবৈধ সরকারকে অসহযোগীতা করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।
নির্বাচনে ভোট গ্রহণে নিযুক্ত কর্মকর্তা কর্মচারীদের দায়িত্ব পালনে বিরত থাকার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘ নির্বাচনের নামে বানর খেলায় যাবেন না। কারা এমপি হবেন তা সবাই জানে, সেই তালিকা তৈরি হয়ে গেছে।’
এ ছাড়া বিএনপির পক্ষ থেকে সরকারকে সকল প্রকার কর, খাজনা, পানি, গ্যাস বিদ্যুৎ বিল দেওয়া স্থগিত রাখার অনুরোধ জানানো হয়।
রিজভী বলেন, ‘ব্যাংক খাতের মাধ্যমে সরকার সবচেয়ে বেশি অর্থ লুটপাট করেছে। ফলে ব্যাংকে টাকা জমা রাখা নিরাপদ কিনা সেটি ভাবুন।’
এর পাশাপাশি মিথ্যা ও গায়েবি মামলায় অভিযুক্ত ‘লক্ষ লক্ষ রাজনৈতিক নেতা–কর্মীকে’ আজ থেকে আদালতে হাজিরা দেওয়া থেকে বিরত থাকারও আহ্বান জানান রিজভী।
এর আগে দুপুর ১২ টার সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফেসবুক লাইভে এসে অসহযোগ আন্দোলন সফল করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
এসএ/দীপ্ত নিউজ