বগুড়ায় সদর দপ্তর ১১ পদাতিক ডিভিশন এ অধিনস্থ ৪ সিগন্যাল ব্যাটালিয়ন কর্তৃক শীতার্ত মানুষের মাঝে ৭০০টি কম্বল বিতরণ করা হয়।
বুধবার (১৯ ডিসেম্বর) শেরপুর থানাধীন জামুন্না সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
সেনাবাহিনীর প্রধানের নির্দেশনায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, মেডিকেল ক্যাম্পেইন এ ৫০০ জন গরীর ও দুঃস্থ জনসাধারণকে চিকিৎসা সহায়তা ছাড়াও নানাবিধ জনসেবা মূলক কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী।
এরই ধারাবাহিকতায় বগুড়া এবং নাটোর জেলার বিভিন্ন স্থানে স্থানীয় শীতার্তদের মাঝে সর্বমোট ২০৯৭টি কম্বল বিতরণ করেন জিওসি ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়া মেজর জেনালেল মো. খালেদ–আল–মামুন, পিবিজিএম এনডিসি, পিএসসি।
এসময় উপস্থিত ছিলেন ১১ পদাতিক ডিভিমন এর কর্নেল স্টাফ কর্নেল মোহাম্মদ মেহেদী হাসান, এএফডব্লিউসি, পিএসসি এবং ৪ ব্যাটারিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মো. শামীম হাসান, পিএসসি, সিগস্। স্থানীয় সাধারণ সেনাবাহিনীর এ মানবিক কার্যক্রমে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসএ/দীপ্ত নিউজ