জামালপুরের মাদারগঞ্জে চলছে জামাই মেলা। চার দিনের এ মেলা চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত। আয়োজকরা জানান, প্রযুক্তির এই যুগে পারিবারিক বন্ধন ধরে রাখতে গ্রামীণ এই সংস্কৃতি চর্চা জরুরি হয়ে পড়েছে।
পারিবারিক বন্ধন দৃঢ় করা এবং গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখতে জামালপুরের মাদারগঞ্জে প্রতিবছর পৌষ মাসে অনুষ্ঠিত হয় জামাই মেলা। এবারও তেঘরিয়া এলাকার কালিবাড়ি মাঠে বসেছে এই মেলা।
মেলাকে ঘিরে আশপাশের শতাধিক গ্রামের মানুষ জামাইদের দাওয়াত করে বাড়িতে আনছেন। চেষ্টা করছেন সাধ্যমত বিশেষ আপ্যায়নের। সেই সুযোগ নিচ্ছেন ব্যবসায়ীরা।
ছোট্ট শিশুদের জন্য মেলায় বাড়তি আনন্দ যোগ করেছে বিভিন্ন ধরণের রাইড। পরিবার পরিজন নিয়ে মেলায় ঘুরছেন জামাইরা।
আয়োজকরা জানান, প্রযুক্তির যুগে পারিবারিক বন্ধন হালকা হয়ে যাচ্ছে। তাই গ্রামীণ এই সংস্কৃতি চর্চা এখন জরুরি হয়ে পড়েছে।
মেলায় তিন শতাধিক স্টল স্থান পেয়েছে। প্রতিদিন ১০ থেকে ১২ হাজার দর্শনার্থীর সমাগম ঘটে এ মেলায়।
এসএ/দীপ্ত নিউজ