সারাদেশে জেঁকে বসেছে শীত। দুর্ভোগ পোহাচ্ছেন নিম্ন আয়ের মানুষ। উত্তরের জেলা পঞ্চগড়ে গত তিন দিন ধরে তাপমাত্রা ৯/১০ ডিগ্রির মধ্যে উঠানামা করছে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল ৯টায় সর্বনিন্ম তাপমাত্রা পঞ্চগড়ের তেতুঁলিয়ায় রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
শীত বাড়ায় বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। ঘন কুয়াশার চাদরে ঢেকে আছে দিনাজপুর। দূর্ঘটনা এড়িয়ে চলার জন্য হেড লাইড জ্বালিয়ে সড়কে চলাচল করছে গণপরিবহন। পটুয়াখালীতে বেড়েছে শীতের তীব্রতা।
এতে ভোগান্তিতে পড়েছেন নিম্নআয়ের খেটে খাওয়া মানুষ। বেশি দুর্ভোগে পড়েছে গভীর সাগরে অবস্থানরত জেলেরা।
আরও পড়ুন: হরতালের ডাক বিএনপির
আল/ দীপ্ত সংবাদ