৪৪
একদিনে ভারতের লোকসভা ও রাজ্যসভার ৭৮ জন এমপিকে বহিষ্কার করা হয়েছে। গত সপ্তাহে ১৪ জন এমপিকে বহিষ্কার করা হয়।
এরা চলতি অধিবেশনে অংশ নিতে পারবেন না।
সোমবার (১৮ ডিসেম্বর) সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বক্তব্য দেয়ার সময় নিরাপত্তা ইস্যুতে হট্টগোল করার অভিযোগে কংগ্রেস ও তৃণমূলসহ বিরোধীদলের ৭৮ সদস্যকে বহিষ্কার করেন স্পিকার ওম বিড়লা।
এই ঘটনায় বিরোধীদলগুলোর পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। ক্ষোভ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: ভারতের সবচেয়ে গরিব মুখ্যমন্ত্রী মমতা!
আল/ দীপ্ত সংবাদ