প্রতীক বরাদ্দের পরপরই নির্বাচনি প্রচার প্রচারণায় নেমেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীরা। কর্মী সমর্থকদের নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন তারা। সমর্থন পেতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বাই সাইকেল চালিয়ে নির্বাচনী প্রচার শুরু করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। ব্যতিক্রমী এ প্রচারণায় যুক্ত হন তরুণ–বৃদ্ধ থেকে শুরু করে সব বয়সীরা।
প্রতীক পাওয়ার পর চট্টগ্রাম–১১ আসনের স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক সুমন ও ১০–আসনের স্বতন্ত্র প্রার্থী ফরিদ মাহমুদ নিজ নিজ নির্বাচনী এলাকায় প্রচারণা চালান।
প্রতীক পাওয়ার পর গণসংযোগ করেন কুমিল্লা সদর আসনের নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার। কুমিল্লার ১১টি আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ৮৮ জন।
নির্বাচনী প্রচার চালিয়েছেন বরিশাল সদর আসনের আওয়ামী লীগ প্রার্থী জাহিদ ফারুক শামীমের সমর্থকরা। নগরীর জিলা স্কুল মোড়ে তারা লিফলেট বিতরণ করেন।
উৎসবমুখর পরিবেশে ভোটারদের কাছে যাচ্ছেন পটুয়াখালীর বিভিন্ন আসনের প্রার্থীরা। উঠান বৈঠক ও মাইকিং করছেন পটুয়াখালী–৪ আসনের নৌকার প্রার্থী মহিবুর রহমান ও তার সমর্থকরা।
প্রতীক বরাদ্দের পর খুলনা–২ আসনের আওয়ামী লীগ প্রার্থী শেখ সালাউদ্দিন জুয়েল নগরীর কেসিসি মার্কেট ও কে ডি ঘোষ এলাকায় প্রচার চালান। খুলনা–৩ আসনের আওয়ামী লীগ প্রার্থী এস এম কামাল হোসেন গণসংযোগ করেন খালিশপুর বিআইডিসি রোডে।
আরও পড়ুন: প্রতীক নিয়েছেন সাকিব
আল/ দীপ্ত সংবাদ