রাজধানীর তেজগাঁও রেলওয়ে স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এখন পর্যন্ত ৪ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
মঙ্গলবার ভোর ৫টা ৪ মিনিটে আগুনের খবর পাওয়ার পরই ফায়ার সার্ভিস তেজগাঁও রেলস্টেশনে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
সকাল ৭টার দিকে চার জনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসে রেলওয়ে থানা পুলিশ। তাদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে।
তারা হলেন—নাদিরা আক্তার পপি (৩৫) ও তার ছেলে ইয়াসিন (৩)। বাকি দুজনের পরিচয় এখনো জানা যায়নি। তাদের বয়স আনুমানিক ৩০ থেকে ৪০ বছর।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার গণমাধ্যমকে জানান, ভোর ৫টা ৪ মিনিটে আগুনের খবর পেলে দ্রুত ফায়ার সার্ভিসের দল তেজগাঁও রেলস্টেশনে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। ট্রেনের একটি বগির আগুন নেভানোর পর সেখান থেকে চার জনের মরদেহ উদ্ধার করা হয়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
আরও পড়ুন: গাজীপুরে ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনের বগি লাইনচ্যুত, নিহত ১
আল/ দীপ্ত সংবাদ