দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার বাছাইয়ে বাদ পড়া প্রার্থিদের আপিল শুনানি শেষ হয়েছে আজ। ষষ্ঠদিন আপিলে প্রার্থিতা ফিরে পেয়েছেন ২২ জন। আর নামঞ্জুর হয়েছে ৬২ জনের আবেদন।
শুক্রবার (১৫ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন কমিশন শুনানিতে তাদের সিদ্ধান্ত জানান।
সংসদ নির্বাচনে আপিল শুনানির শেষ দিনে অনেকে প্রার্থিতা ফিরে পেলেও, বাদ পড়েছেন কয়েকজন হেভিওয়েট প্রার্থী। দ্বৈত নাগরিকত্ব থাকায় ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই জনসহ তিন প্রার্থীর মনোনয়ন বাতিল করে নির্বাচন কমিশন।
এদের মধ্যে আওয়ামী লীগের প্রার্থী বরিশাল–৪ আসনের শাম্মী আহমেদ ও ফরিদপুর–৩ আসনের শামীম হক এবং বরিশাল–৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সাদিক আবদুল্লাহর প্রার্থিতা বাতিল করা হয়।
তবে, ফরিদপুর–৩ আসনের স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ এনে করা আপিল খারিজ করে দেয় কমিশন।
এছাড়া কক্সবাজার–১ আসনে নৌকার প্রার্থী সালাহ উদ্দিন আহমদের প্রার্থিতাও বাতিল থাকছে। তবে ঝালকাঠি–১ আসনের আওয়ামী লীগের প্রার্থী শাহজাহান ওমরের প্রার্থিতা বহাল রেখেছে নির্বাচন কমিশন।
এর আগে, বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) পঞ্চম দিনের আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৪৪ জন, চতুর্থ দিনে ৪৬ জন, তৃতীয় দিনে ৬১ জন, দ্বিতীয় দিনে ৫১ জন এবং প্রথম দিনের শুনানিতে ৫৬ জন প্রার্থিতা ফিরে পান, ৩২টি আবেদন নামঞ্জুর এবং ছয়টির আদেশ স্থগিত হয়।
তফসিল অনুযায়ী ১৭ ডিসেম্বর পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। আর প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর পর্যন্ত।
এসএ/দীপ্ত নিউজ