বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন বলেছেন, নির্দলীয় ও নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। নির্বাচন কমিশনের শিডিউল নিয়ে ও নির্বাচন নিয়ে জনগণের উৎসাহ, আগ্রহ নেই। নির্বাচন করছে একটি দল আওয়ামী লীগ।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর তিনি এ মন্তব্য করেন।
খোকন বলেন, নির্বাচন মানে প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতা। তার কিছুই এখানে নেই। নির্বাচনের নামে ষড়যন্ত্র হচ্ছে। মানুষের মৌলিক অধিকার, ভোটাধিকার ও সাংবিধানিক অধিকার নষ্ট করছে আওয়ামী লীগ। সেটা নির্বাচনের নামে খেলা হচ্ছে। এটা জনগণ বর্জন করছে। তাই আমাদের সংগ্রাম চলবে যে পর্যন্ত আন্দোলন বাস্তবায়িত না হয়।
আরও পড়ুন: তফসিল না দিয়ে পদত্যাগ করুন, ইসিকে খোকন
মাহবুব উদ্দিন খোকন বলেন, আজ বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং বিএনপিসহ সমমনা দল ও সমগ্র জাতির যুদ্ধ ভোটাধিকারের জন্য। দেশে ভোটাধিকার নেই। জনগণ এই নির্বাচন সমর্থন করে না এবং বয়কট করবে। পাশাপাশি যে পর্যন্ত জনগণের ভোটাধিকার নিশ্চিত না হবে, আওয়ামী লীগ সরকার পদত্যাগ না করবে এবং নির্দলীয়–নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠিত না হবে সেই পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
মোরশেদ আলম/দীপ্ত নিউজ