রাঙামাটির রাজস্থলী উপজেলায় ঋণের চাপ সইতে না পেরে হতাশা থেকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলো এক যুবক।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলার বাঙ্গালহালিয়া বাজারের নিজ দোকান থেকে থুইমং মারমা (৪৫) এর মরদেহ উদ্ধার করে এলাকাবাসী।
স্থানীয়রা জানান, সকালে বাঙ্গাল হালিয়া বাজারে একটি চায়ের দোকানে নাস্তা করে থুইমং। তারপর নিজের দোকানের দিকে যান। তার কিছুক্ষণ পরই শোনা যায় সে নিজ দোকানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তিনি বিভিন্ন সমিতি থেকে নেওয়া ঋণ এবং লোকজনের কাছ থেকে নেওয়া ধারের টাকা শোধের চাপ সহ্য করতে না পেরে কিছুটা হাতাস ছিলেন। সে হতাশা থেকেই তিনি গলায় ফাঁস দিতে পারেন।
থুইমং মারমা (৪৫) উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের মহাজনপাড়া গ্রামের চিং হ্লামং মারমার ছেলে। তবে বর্তমানে বাঙ্গালহালিয়ার ধুলিয়া পাড়ায় শ্বশুড় বাড়িতে বসবাস করে আসছিলেন।
বাঙ্গাল হালিয়া ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের মেম্বার মংউচিং মারমা জানান, থুইমং এর বিভিন্ন সমিতি ও ব্যক্তির কাছে ৫লক্ষ টাকার মতো ঋণ ছিল। তা পরিশোধে সে হিমসিম খাচ্ছিল। যার কারণে সে কিছুদিন ধরে হতাশাগ্রস্ত হয়ে পরে। এই কারণে সে আত্মহত্যা করতে পারে বলে আমাদের মনে হচ্ছে। তার পরিবারের সাথে ঝগড়া বিবাদও ছিল না।
আরও পড়ুন: রাঙামাটিতে শিশু বলাৎকারের দায়ে যুবকের আমৃত্যু কারাদণ্ড
চন্দ্রঘোনা থানার ওসি মো. আনচারুল করিম জানান, ‘পরিবারের লোকজনের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ব্যতিত লাশ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।‘ আমরা পরিবার ও এলাকাবাসির সাথে কথা বলে জানতে পারি, সে ঋণগ্রস্ত ছিল। যার কারণে হতাশাগ্রস্ত হয়ে সে আত্মহত্যা করে।
মিশু দে/মোরশেদ আলম/দীপ্ত নিউজ