মেহেরপুরে তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু হয়েছে।
মেহেরপুর শহরের সরকারি কলেজ মাঠে বুধবার (১৩ ডিসেম্বর) ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে তিন দিনব্যাপী ইজতেমার বয়ান শুরু হয়।
জেলা ইজতেমা আগামী শুক্রবার জুম্মার নামাজ শেষে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বলে জানিয়েছেন ইজতেমা বাস্তবায়ন কমিটি।
আরও পড়ুন: বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ ঘোষণা
সকাল থেকে দেশের বিভিন্ন স্থান থেকে আগত ইমামরা ইসলামী বক্তব্য দিচ্ছেন। ইজতেমা ঘিরে জেলা পুলিশের পক্ষ থেকে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যদিকে সুপ্রিয় পানি, টয়লেট ও অজুখানা তৈরি করে দিয়েছে মেহেরপুর পৌরসভা। জেলা ইজতেমা কমিটির পক্ষ থেকে জানানো হয় মেহেরপুর ছাড়াও আশেপাশের জেলা থেকে ৩০ হাজার মুসল্লী ইজতেমায় অংশ নেওয়ার সম্ভাবনা কে সামনে নিয়ে তাবুসহ সব ধরনের মাঠ প্রস্তুত ও ভলেন্টিয়ার নিয়োজিত রয়েছে।
জাকির/মোরশেদ আলম/দীপ্ত নিউজ