কাতার বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে নজর কেড়েছে ২০ বছর বয়সী এক যুবক। ঘানিম আল মুফতাহ নামের এই কাতারি যুবক শারীরিক প্রতিবন্ধী।
ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান। হলিউড অভিনেতা মর্গান ফ্রিম্যানের সঙ্গে দুই হাতে ভর দিয়ে মঞ্চে আসেন ঘানেম আল-মুফতাহ। ঐক্য আর বৈচিত্রের প্রতি সহনশীলতার বার্তা উঠে আসে ২০ বছর বয়সী এক কাতারি যুবকের কণ্ঠে।
কডাল রিগ্রেশন সিন্ড্রোমে আক্রান্তের কারণে জন্ম থেকেই পা নেই ঘানেমের। যে রোগে শরীরের নিচের অংশ বাড়ে না। কিন্তু সেই সব বাধা টপকে মানুষের অনুপ্রেরণা হয়ে উঠেছেন এই যুবক। তিনি জনপ্রিয় ইউটিউবার, একজন জনপ্রিয় মোটিভেশনাল স্পিকার ও মানবসেবীও।
ঘানেম আল-মুফতাহ এবারের ফুটবল বিশ্বকাপে ফিফার শুভেচ্ছাদূত। পড়ছেন ইংল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে। মানবকল্যাণে বিলিয়ে দিতে চান নিজেকে। ২০১৪ সালে কুয়েতের আমির, শেখ শাবাহ আল আহমদে আল শাবাহ, তাকে শান্তির দূত নামে অভিহিত করেন।