সিলেট গ্যাসক্ষেত্রের ১০ নম্বর কূপে চারটি স্তরে গ্যাসের সন্ধান পাওয়ার পাশাপাশি জ্বালানি তেলের সন্ধানও মিলেছে। গ্যাস মজুদের পরিমাণ ৪৩–১০০ বিলিয়ন ঘনফুট।
রবিবার (১০ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।।
প্রতিমন্ত্রী বলেন, সিলেট–১০ নম্বর কূপে ২ হাজার ৫৭৬ মিটার গভীরতায় খনন সম্পন্ন করা হয়। এই কূপে চারটি স্তরে গ্যাসের উপস্থিতি পাওয়া গেছে। গ্যাসক্ষেত্রের ১০ নম্বর কূপের প্রথম স্তরেই মিলেছে তেলের সন্ধান।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে সেখান থেকে বেশকিছু পরিমান তেল উত্তোলন করা হয়েছে ।
প্রতিমন্ত্রীর আশা, আগামী ১৫ থেকে ২০ বছর পর্যন্ত সেখান থেকে তেল পাওয়া সম্ভব হবে।
এসএ/দীপ্ত নিউজ