এরআগে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে কাতার। প্রায় ৬০ হাজার দর্শকের সামনে তুলে ধরা হয় মরুর দেশটির ঐতিহ্য ও সংস্কৃতি।
জমকালো আয়োজনে শুরু হলো কাতার বিশ্বকাপ ফুটবল। নির্ধারিত সময়ের চেয়ে প্রায় আধা ঘন্টা সময় পর, বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৮টা থেকে আল খোর শহরের আল বাইত স্টেডিয়ামে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। নাচ ও গান দিয়ে শুরু। এরপর তুলে ধরা হয় কাতারের ঐতিহ্য, সংস্কৃতি। সাথে ঐক্যের বার্তা, সাম্যের বার্তা নিয়ে মঞ্চে এলেন মর্গ্যান ফ্রিম্যান। ফুটবলই যে দুনিয়াকে এক করতে পারে, সেই বার্তা উঠে এলো বার বার।
শাকিরা বা জেনিফার লোপেজের মত শিল্পীরা কেউই ছিলেন না। কিন্তু বেজে উঠছে আগের বিশ্বকাপগুলোর জনপ্রিয় সব গান। তাদের সাথে এসেছে পুরোনো মাসকটগুলো। সেই গানের ছন্দে এসেছে এবারের বিশ্বকাপের মাসকট লা’ইব।
এর পর মঞ্চে আসেন কোরিয়ান ব্যান্ড বিটিএস-এর গায়ক জং কুক। পরে ড্রিমারস গানে তার সঙ্গে সুর মেলান কাতারের গায়ক ফাহাদ আল-কোবাইসি।
কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির স্বাগত বক্তব্যের পর, আল বাইত স্টেডিয়ামের চারপাশ থেকে জ্বলে উঠে কয়েক হাজার আতশবাজির আলোর ঝলকানি। আর এর মাধ্যমেই শেষ হয় উদ্বোধনী আয়োজন।