চুয়াডাঙ্গায় বেগম রোকেয়া দিবস ও জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়েছে।
শনিবার (৯ ডিসেম্বর) বেলা ১২টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে বেগম রোকেয়া দিবসের আলোচনা সভায় পাঁচ নারী জয়িতাদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।
জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর বেগম রোকেয়া দিবসটির আয়োজন করেন। ২০২৩–২০২৪ অর্থবছরে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ ’ শীর্ষক কার্যক্রমের আওতায় চুয়াডাঙ্গা জেলা পর্যায়ে নির্বাচিত পাঁচটি ক্যাটাগরিতে পাঁচজন শ্রেষ্ঠ জয়িতারা হলেন– অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হলেন, চুয়াডাঙ্গা শহরের গোরস্থানপাড়ার তানিয়া জামান, সফল জননী নারী চুয়াডাঙ্গা শহরের সিনেমা হল পাড়ার আম্বিয়া খাতুন, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী চুয়াডাঙ্গা শহরের চক্ষু হাসপাতালপাড়ার বিলকিচ জাহান, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী চুয়াডাঙ্গা কেদারগঞ্জ সিএন্ডবি পাড়ার মিম্মাা সুলতানা এবং নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্দ্যোমে জীবন শুরু করেছেন যে নারী তিনি হলের চুয়াডাঙ্গা শহরের মাঝের পাড়ার সালমা খাতুন।
চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত বেগম রোকেয়া দিবসের আলোচনা সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রিয়াজুল ইসলাম, প্রফেসর সিদ্দিকুর রহমান প্রমুখ।
আরও পড়ুন: ৫ নারীর হাতে রোকেয়া পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী
এসময় বক্তারা বলেন, বেগম রোকেয়া ব্যক্তির নাম নয়, প্রতিষ্ঠানের নাম। নারী অগ্রযাত্রার অগ্রদূত। নারীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। দেশের অর্ধেক জনসংখ্যায় নারী। নারীদের বাদ দিয়ে উন্নয়ন সম্ভব নয়।
জান্নাতুল আওলিয়া/মোরশেদ/দীপ্ত নিউজ