বাংলাদেশে যেকোনো মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে থাকবে রাশিয়া। এমনটাই জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আলেক্সান্ডার ভি মান্টিটস্কি। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। এদিকে, পিটার হাসের বিরুদ্ধে রাশিয়ার করা অভিযোগ পুরোপুরি মিথ্যা বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।
বৃহস্পতিবার স্বাধীনতা সাংবাদিক ফোরামের আয়োজনে এক আলোচনায় অংশ নেন, ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডা ভি মানতিতস্কি।
জানান, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে যে কোনো ধরনের মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে থাকবে রাশিয়া। এমনকি, বিশ্বব্যাপী মার্কিন সরকারের নিষেধাজ্ঞার প্রভাব কতটা তা নিয়েও প্রশ্ন তোলেন এই কূটনীতিক।
ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার ভি মান্টিটস্কি বলেন, ‘আমরা স্যাংশনের মতো যেকোনো বেআইনি কর্মকাণ্ডের বিরোধী। আমরা বাংলাদেশে যেকোনো নিষেধাজ্ঞা বা অনুরূপ পদক্ষেপের বিরুদ্ধে থাকব। দেখা যাক কী হয়।‘
মান্টিটস্কি জানান, রাশিয়ার ওপর হাজার হাজার নিষেধাজ্ঞা থাকলেও সেগুলোকে আমলে নেয় না দেশটি।
তিনি আরও বলেন, জাতিসংঘ ছাড়া অন্য কোনো দেশের নিষেধাজ্ঞা আমলে নেয়ার কিছু নেই। আমরা শুধুমাত্র জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা হলে সেটিকে স্বীকৃতি দেই। যদি ওই ধরনের কোনো সমস্যা হয়, আমরা আলোচনা করবো।‘
এদিকে, বুধবার এক ব্রিফিংয়ে বাংলাদেশের নির্বাচন সংক্রান্ত বিষয়ে আবারো নিজেদের অবস্থান পরিস্কার করে যুক্তরাষ্ট্র।
দেশটি দাবি করেছে, পিটার হাসের বিরুদ্ধে রাশিয়ার করা অভিযোগ মিথ্যা।
আরও পড়ুন: পশ্চিমা শক্তিকে প্রতিহত করতে চীনের সহযোগিতা চায় রাশিয়া: পুতিন
আল/ দীপ্ত সংবাদ