বিশ্বকাপের লিগ পর্বে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের দিন, পানি নেয়ার ইস্যুকে কেন্দ্র করে নাসুমের উপর চড়াও হন কোচ হাথুরুসিংহে। এমন অভিযোগের তথ্য ফাঁস হয় বিশ্বকাপে ব্যর্থতার গ্লানি নিয়ে দল দেশে ফেরার পর। এ বিষয়ে এখনো নিশ্চুপ বিসিবি।
১৩ তম ওয়ানডে বিশ্বকাপটা দেশের ক্রিকেটের অন্যতম বাজে এক অধ্যায়ই বলা যায়। সেই ব্যর্থতাকে ছাপিয়ে আলোচনায় প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের আচরণ।
গুঞ্জন উঠেছে, নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের দিন পানি নেয়াকে কেন্দ্র করে নাসুম আহমেদকে চড় মারেন কোচ। এই ঘটনা প্রকাশ পায় দল দেশে ফেরার পর।
ঘটনার সত্যতা জানতে চেয়ে বিসিবিকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। তবে এ নিয়ে সত্য–মিথ্যা এখনো কিছু জানায়নি বিসিবি। সংশ্লিষ্টরাও বিষয়টি নিয়ে কথা বলতে নারাজ।
বিসিবির সাবেক পরিচালক খন্দকার জামিল বলছেন, সত্যিই যদি এমন অনাকাঙ্খিত ঘটনা ঘটে থাকে, তা আইসিসির কোড অব কন্ডাক্ট অনুযায়ী লেভেল চার ওফেন্সের অপরাধ। তাই যথাযথ তদন্ত করে আইসিসির সাথে যোগাযোগের পরামর্শ তাদের।
বিশ্বকাপের ব্যর্থতা তদন্তে তিন সদস্যের কমিটি করেছে বিসিবি। এরইমধ্যে কমিটি কাজ শুরু করেছে। কমিটির তদন্তে নাসুমকে চড় মারার অভিযোগের বিষয়টি উঠে আসতে পারে। তাই ঘটনার সত্যতা জানতে কমিটির প্রতিবেদন প্রকাশ পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে।
এসএ/দীপ্ত নিউজ