বাংলাদেশের জনগণের ইচ্ছা অনুযায়ী অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র। আগের মতই যুক্তরাষ্ট্রের এমন অবস্থান একই আছে বলে জানিয়েছেন, দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিল স্ট্র্যাটেজিক কমিউনিকেশনের পরিচালক অ্যাডমিরাল কিরবি।
বুধবার (৬ ডিসেম্বর) এক ব্রিফিংয়ে বাংলাদেশের নির্বাচন সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি একথা জানান।
তিনি বলেন, ‘বাংলাদেশের জনআকাঙ্খার প্রতিফলনে যুক্তরাষ্ট্র পাশে রয়েছে। দেশটিতে অবাধ নির্বাচন নিশ্চিতে কাজ করছে যুক্তরাষ্ট্র। কিন্তু রাশিয়া বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছে।’
এমনকি এ ব্যাপারে তারা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকেও অভিযুক্ত করেছে।
আল/ দীপ্ত সংবাদ