ক্রিকেটে চিরচেনা ক্যাচ, বোল্ড বা রান–আউট নতুন কিছু না। তবে অদ্ভুত আউট হলেন অভিজ্ঞ মিডল–অর্ডার ব্যাটার মুশফিকুর রহিম।
ঢাকা টেস্টে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে হাত দিয়ে বল আটকে বাংলাদেশের প্রথম ইনিংসে ৪০.৪ ওভারে অঘটনের জন্ম দিয়ে ‘হ্যান্ডলড দ্য বল’ আউট হন মুশফিকুর রহিম।
কাইল জেমিসনের বল সলিড ডিফেন্স করেছিলেন মুশি। এরপরই হঠাৎ বলটি ডান হাত দিয়ে ধরে ফেলেন অভিজ্ঞ এই ব্যাটার। এতে ‘হ্যান্ডলড দ্য বল’ আউটের আবেদন করেন কিউইরা।
ভিডিও রিপ্লে দেখে মুশফিককে আউট ঘোষণা করেন থার্ড আম্পায়ার। বাংলাদেশের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ‘হ্যান্ডলড দ্য বল’ আউট হলেন মুশি।
আন্তর্জাতিক ক্রিকেটে ১১তম এবং টেস্টে ৮ম ব্যাটসম্যান হিসেবে ‘হ্যান্ডলড দ্য বল’ আউট হলেন মুশফিক।
এসএ/দীপ্ত নিউজ