ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী।
গাজার একটি স্কুলে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। ওই স্কুলে মঙ্গলবার ইসরায়েলি হামলায় অন্তত ২৫ জন নিহত হয়। আহত হয় আরও অনেকে।
বাস্তুহীনদের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল স্কুলটি।
গাজার সরকারি গণমাধ্যম অফিস জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ হাজার ২৪৮ জনে দাঁড়িয়েছে।
এদিকে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতায় জড়িত ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে বাইডেন প্রশাসন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এ ভিসা নিষেধাজ্ঞার কথা জানান।
এসএ/দীপ্ত নিউজ