মিরপুরের পিচে ঘাস থাকায় নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরোয়া লিগের ৭ খেলোয়াড়কে কাজে লাগাতে চান কোচ হাথুরুসিংহে। তবে নাঈমের ইনজুরি দলকে ভাবাচ্ছে।
মিরপুরে কাল (বুধবার) সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে সকাল সাড়ে ৯টায়।
প্রথমবারের মতো টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করার হাতছানি বাংলাদেশের সামনে কিন্তু সাদা পোশাকের অন্যতম শক্তিশালী দলের বিপক্ষে কাজটি খুব একটা সহজ হবে না।
তবে টাইগার স্কোয়াডে ঘরোয়া লিগে নিয়মিত খেলা ক্রিকেটার থাকায় উইকেট সম্পর্কে ধারণা আছে তাদের। সেটাকেই কাজে লাগানোর লক্ষ্য স্বাগতিকদের।
প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহ বলেন, মিরপুরের উইকেট বৈচিত্র্যময়। তাই পিচের কন্ডিশন বুঝে স্পিনার খেলানো হবে। স্কোয়াডে থাকা নিয়মিত ঘরোয়া লিগ খেলা সাতজন ক্রিকেটার ম্যাচে আমাদের এগিয়ে রাখবে।
সিলেট টেষ্ট জয়ের নায়ক তাইজুল ও অধিনায়ক শান্তর পারফরম্যান্স নিয়ে আত্নবিশ্বাসী স্বাগতিক কোচ।
কোচ জানান, তাইজুলের বল নিয়ে নতুন করে বলার কিছু নাই। সে অনেকটা সাকিবের মতো। আর অধিনায়ক হিসেবে শান্ত দারুণ। পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে পারে সে।
অনুশীলনের সময় স্পিনার নাঈম হাসান আঙুলে চোট পেয়েছেন। যা নিয়ে ভাবছে দল।
এদিকে, ব্যাকফুটে থাকা নিউজিল্যান্ডের মূল একাদশে বেশ কয়েটি পরিবর্তনের আভাস দিয়েছেন অধিনায়ক।
ঢাকা টেষ্টের আগে বড় বিষয় হয়ে দাঁড়াচ্ছে আবহাওয়া। ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে শুরু হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি৷ যা থাকতে পারে দুইদিন।
এসএ/দীপ্ত নিউজ