ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে বাংলাদেশের অনেক স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল থেকে রাজধানী ঢাকার আকাশ মেঘলা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, ঘূর্ণিঝড়ের প্রভাবে আজ সারাদেশের আকাশ কমবেশি মেঘলা রয়েছে। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামীকাল বুধবার বৃষ্টি বাড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর উত্তাল রয়েছে। এজন্য চট্টগ্রাম, মোংলা, পায়রা ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
এসএ/দীপ্ত নিউজ