দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী–১ আসনের স্বতন্ত্রপ্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহির মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।
রবিবার (৩ ডিসেম্বর) মনোনয়ন যাচাই–বাছাইয়ে তার মনোনয়ন বাতিল করা হয়। রিটার্নিং কর্মকর্তা শামীম আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে হলে প্রতিটি প্রার্থীকে নির্বাচনী এলাকার এক শতাংশ ভোটারের সমর্থনের স্বাক্ষর রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিতে হয়। রাজশাহী–১ আসনে (তানোর–গোদাগাড়ী) মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৩ হাজার ১২৭ জন। সে হিসেবে চিত্রনায়িকা মাহি ৪ হাজার ৮৩ জন সমর্থনকারীর স্বাক্ষর জমা দেন। এরমধ্য থেকে ১০ জনের তথ্য যাচাই–বাছাই করে ৩ জনের তথ্যে হেরফের পান তিনি। ফলে মাহিয়া মাহির মনোনয়ন বাতিল বলে গণ্য করা হয়েছে।‘
এ বিষয়ে মাহিয়া মাহি বলেন, ‘আমার মনোনয়ন বাতিল হয়েছে। আমি বিষয়টি শুনেছি। আজ অথবা কাল মনোনয়ন ফিরে পেতে আপিল করবো‘।
এসএ/দীপ্ত নিউজ