৫৮
যুদ্ধবিরতি শেষ হওয়ার পর থেকেই গাজায় অবিরাম বিমান ও রকেট হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। পাল্টা হামলা চালাচ্ছে হামাসও।
গাজার স্বাস্থ্যবিষয়ক কর্মকর্তারা জানান, শুক্রবার (১ ডিসেম্বর) থেকে হামলায় এ পর্যন্ত ১৭৮ জন প্রাণ হারিয়েছে।
ইসরায়েল বলছে, হামাসের ২০০টি সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে তেলআবিব। এরমধ্যেই গাজার দক্ষিণাঞ্চলের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল।
গাজায় গত ২৪ নভেম্বর শুরু হওয়া চার দিনের যুদ্ধবিরতি দুই দফা বাড়িয়ে সাত দিন করা হয়।
মেয়াদ বাড়াতে আন্তর্জাতিক চাপ ও হামাসের পক্ষ থেকে নতুন করে প্রস্তাব দেয়া হলেও ইসরায়েল তাতে রাজি হয়নি।
এসএ/দীপ্ত নিউজ