আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় থাকতেও দুর্নীতি করেছে, জনগণ বিরোধী কাজ করেছে দেশটাকে একটি জঙ্গি রাষ্ট্র বানিয়েছিল। বিএনপির রাজনীতির সফলতা হচ্ছে বাসে–ট্রেনে আগুণ দেয়া। দু একটা জায়গায় বোমা ফাটিয়ে কোন কিছু অর্জন করা যায় না।
শনিবার (২ ডিসেম্বর) সকালে পিটিআই রোডস্থ নিজ বাসভবনে নাগরিক পরিষদ আয়োজিত প্রতিনিধি সভায় যোগ দেয়ার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
হানিফ বলেন, বিএনপিকে জণগণ প্রত্যাখান করেছে। সেই বিএনপি এখন নতুন করে নির্বাচন বানচালের নামে বাসে–ট্রেনে আগুণ দিয়ে ভাবছে এটা তাদের সফলতা। এতে বিদেশের কাছে বাংলাদেশ একটি দুর্নীতিগ্রস্থ্য–ব্যর্থ রাষ্ট্র হিসেবে চিহ্নিত হয়েছে।
নির্বাচনে পরাজিত হয়েও বিএনপির শিক্ষা হয়নি মন্তব্য করে হানিফ বলেন, ক্ষমতার বাইরে থাকতেও একই কাজ করেছে বিএনপি। ২০১৩–১৪ সালে আন্দোলনের নামে দেশব্যাপী ট্রেনে, বাসে আগুন দিয়ে মানুষ হত্যা করে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছিল তখনও মানুষ বিএনপিকে ধিক্কার জানিয়েছিল।
কোন কিছুতে নির্বাচন বানচাল করা যাবে না উল্লেখ করে মাহবুবুল বলেন, যথাসময়েই নির্বাচন অনুষ্টিত হবে। কে আসবে আর কে আসবে না সেটা দেখার বিষয় না।
এ সময় জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডঃ শেখ হাসান মেহেদী, প্রকৌশলী ফারুকউজ্জামান, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদ খন্দকার ইকবাল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন রাজুসহ দলীয় নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।
পরে নাগরিক পরিষদের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
আরও পড়ুন: ভারত বাংলাদেশের জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে: রিজভী
মোরশেদ আলম/দীপ্ত নিউজ