শুক্রবার, নভেম্বর ১৪, ২০২৫
শুক্রবার, নভেম্বর ১৪, ২০২৫

নিউজিল্যান্ড সফরে টাইগারদের ওয়ানডে ও টি-২০ দল ঘোষণা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

সৌম্য সরকারকে ফিরিয়ে এনে আসন্ন নিউজিল্যান্ড সফরে ওয়ানডে এবং টিটোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) নাজমুল হাসান শান্তকে অধিনায়ক ও মেহেদী হাসান মিরাজকে সহ অধিনায়ক করে দল ঘোষণা করা হয়।

তিন ফরম্যাটেই বাংলাদেশের  অধিনায়কত্ব করা সাকিব আল হাসান  এবং দুই পেসার তাসকিন আহমেদ ও এবাদত  নেই এ  সফরের  দলে। ইনজুরির পর  পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন তারা।

নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে এবং টিটোয়েন্টি সিরিজে বাংলাদেশের নেতৃত্বের ভার তুলে দেওয়া হয়েছে ঘরের মাঠে কিউইদের বিপক্ষে চলমান টেস্টে অধিনায়কত্ব করা নাজমুল হোসেন শান্তকে। এখন তিন ফরম্যাটেই বাংলাদেশের অধিনায়ক শান্ত। তার ডেপুটি হিসেবে রাখা হয়েছে অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজকে।

দীর্ঘদিন পর দলে যুক্ত হয়েছেন সৌম্য সরকার। তার সাথে ফিরেছেন এনামুল হক বিজয়।

নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ ওয়ানডে দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ (সহঅধিনায়ক), তানজিদ হাসান তামিম, এনামুল হক বিজয়, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমান, শরিফুল হাসান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, রিশাদ হোসেন ও রকিবুল হাসান।

নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ টিটোয়েন্টি দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ (সহঅধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, শেখ মাহেদি হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তানজিম হাসান সাকিব।

সিরিজের সূচী:

ওয়ানডে সিরিজ:

১৭ ডিসেম্বর প্রথম ওয়ানডে, ওটাগো ওভাল বিশ্ববিদ্যালয়, ডানেডিন (বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু)

২০ ডিসেম্বর দ্বিতীয় ওয়ানডে, স্যাক্সটন ওভাল, নেলসন (বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু)

২৩ ডিসেম্বর তৃতীয় ওয়ানডে, ম্যাকলিন পার্ক, নেপিয়ার (বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু)

টিটোয়েন্টি সিরিজ:

২৭ ডিসেম্বর প্রথম টিটোয়েন্টি, ম্যাকলিন পার্ক, নেপিয়ার (বাংলাদেশ সময় দুপুর ১টা ১০ মিনিটে শুরু)

২৯ ডিসেম্বরদ্বিতীয় টিটোয়েন্টি, বে ওভাল, মাউন্ট মঙ্গানুই (বাংলাদেশ সময় দুপুর ১টা ১০ মিনিটে শুরু)

৩১ ডিসেম্বরতৃতীয় টিটোয়েন্টি, বে ওভাল, মাউন্ট মঙ্গানুই (বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু)

আরও পড়ুনশান্তর শতকে চালকের আসনে বাংলাদেশ

মোরশেদ আলম/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More