নোয়াখালীর ৬ টি আসনে মনোনয়ন পত্র গ্রহন ও জমা দানের শেষ দিনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীসহ বিভিন্ন দলের প্রার্থীরা দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে উৎসব মুখর পরিবেশে স্ব–স্ব মনোনয়ন পত্র জমা দেন।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) জেলা রিটার্নিং কর্মকর্তা ও বিভিন্ন উপজেলায় সহকারী রিটর্নিং কর্মাকর্তাদের কাছে এ মনোনয়নপত্র জমা দেন তারা।
নোয়াখালী–২ (সেনবাগ–সোনাইমুড়ী) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে চমক দেখিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ–সভাপতি ও জেলা আ.লীগের সাবেক সহ–সভাপতি আতাউর রহমান ভুঁইয়া মানিক দলীয় নেতাকর্মীদের নিয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন জমা দেন।
একই দিন নোয়াখালী–৪ আসনের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহিন ও নোয়াখালী–৬ আসন থেকে মোহাম্মদ আলী মনোনয়ন পত্র জমা দেন।
রিফাত/মোরশেদ আলম/দীপ্ত নিউজ