দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ–২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পাননি ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। এই আসন থেকে নৌকার মাঝি হচ্ছেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান।
রবিবার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আনুষ্ঠানিকভাবে ২৯৮ আসনে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। যেখানে চাঁপাইনবাবগঞ্জ–২ আসন থেকে জিয়াউর রহমানের নাম ঘোষণা করা হয়।
এর আগে গত ১৮ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জ–২ আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এরপর ২০ নভেম্বর বিকেলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে হাজির হয়ে মনোনয়ন ফরম জমা দেন তিনি।
দলীয় সূত্রে জানা যায়, রাজনীতিতে একটিভ থাকলেও মাহি সাবেক প্রতিমন্ত্রী ড.মুরাদ কাণ্ডসহ নানা কারনে এবার মনোনয়ন পাননি ক্ষমতাসীন দলটি থেকে। তবে আগামীতে মাহি যে দলটির পছন্দের তালিকায় আছে তা প্রচ্ছদ সবার কাছে।
প্রসঙ্গত, ২০২২ সালে এই একই আসনে উপ–নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে মনোনয়নপত্র কিনেছিলেন মাহি। ওই বারও দলীয় মনোনয়ন দেওয়া হয়েছিল জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমানকে।
মোরশেদ আলম/দীপ্ত নিউজ