দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা–১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান। অপর দিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন মাশরাফী বিন মোর্ত্তজা। দ্বাদশ জাতীয় নির্বাচনে নড়াইল–২ আসনে তার ওপর আস্থা রেখেছে শেখ হাসিনার নেতৃত্বাধীন দল।
রবিবার রাজধানীর ধানমণ্ডিতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে চূড়ান্ত মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করছেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বীতা করার জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম তুলেছিলেন সাকিব। পরে তিনটি আসনেই তিনি মনোনয়নপত্র জমা দেন। সাকিব তিনটি আসনে মনোনয়ন ফরম তুললেও শুধুমাত্র নড়াইল–২ আসনে মনোনয়ন ফরম তুলেছিলেন মাশরাফী বিন মোর্ত্তজা।
এর আগে ২৩ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে দলটির সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় আসন্ন নির্বাচনের দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক পেতে ৩০০ আসনের বিপরীতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন মোট তিন হাজার ৩৬৯ জন। প্রতি আসনে গড়ে ১১ জন এ ফরম কিনেছেন।
আল / দীপ্ত সংবাদ