এইচএসসি পরীক্ষায় পাবনা ক্যাডেট কলেজের ৫৫ জন শিক্ষার্থীর সবাই সব বিষয়ে জিপিএ–৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। ফলাফলে বরাবরের মতো সাফল্য অর্জন করেছে কলেজটি।
কয়েকজন শিক্ষার্থীর অভিমত, ‘এত ভালো রেজাল্ট করে আমাদের খুবই ভালো লাগছে। আমাদের সাফল্যের পেছনে বাবা–মায়ের অবদান সবচেয়ে বেশি। এরপর শিক্ষকমণ্ডলী ও কলেজ কর্তৃপক্ষের অবদান তো রয়েছেই। তাঁরা সঠিক দিকনির্দেশনা ও নিয়মিত পাঠদান করিয়েছেন।
পাবনা ক্যাডেট কলেজের অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম বলেন, ‘প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও আমাদের কলেজ থেকে শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। ৫৫ জন শিক্ষার্থীর সবাই সব বিষয়ে জিপিএ–৫ পেয়েছে। এটা খুবই আনন্দের একটি খবর। আমরা সবাই খুবই খুশি।’
অধ্যক্ষ আরও বলেন, এটা শুধু শিক্ষাপ্রতিষ্ঠানের অর্জন বা সাফল্য নয়। এই কৃতিত্বের দাবিদার প্রতিটি শিক্ষক, ক্যাডেট শিক্ষার্থী ও অভিভাবক। শিক্ষকদের একান্ত প্রচেষ্টা, শিক্ষার্থীদের একাগ্রতা, পরিশ্রম, আর অভিভাবকদের সহযোগিতাসহ সবার সম্মিলিত প্রচেষ্টায় পাবনা ক্যাডেট কলেজ সুনামের সঙ্গে এগিয়ে চলেছে। আমরা সবসময় এই প্রচেষ্টা অব্যাহত রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছি।
শামসুল আলম/ আল / দীপ্ত সংবাদ