এডুকেশন, রিচার্স এন্ড ডেভেলপমেন্ট ফোরামের আয়োজনে বরিশাল বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাস, জঙ্গীবাদ ও অপরাজনীতি শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা মিলনায়তনে এ আলোচনা সভা আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দীন আহমেদ এবং বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ কিউ এম মাহাবুব।
সভায় বক্তারা বলেন, স্বাধীনতার স্থপতি যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেছিলেন, যেখানে কোন সন্ত্রাস বা জঙ্গীবাদের স্থান হবে না। বাংলাদেশ হবে সম্প্রীতির। শিক্ষার ক্ষেত্রে উন্নত প্রযুক্তির ব্যবহার আর গবেষণার মাধ্যমে সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয় আমাদের। সেখানে রাজনীতির নামে যে সন্ত্রাস করা হচ্ছে, এটা কোন ভাবেই আমাদের কাম্য নয়।
আলোচনা সভা অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এসএ/দীপ্ত নিউজ