লেবাননের বিপক্ষে পিছিয়ে পড়েও গোল আদায় তরুণ ফুটবলারদের লড়াকু মানসিকতার পরিচয়। একে আরো মজবুত করতে ফুটবল বিশ্বের সেরা দেশগুলোর সাথে ঘনঘন ম্যাচ আয়োজনের পরামর্শ দিয়েছেন সাবেক ফুটবলাররা। আর বাফুফের ইচ্ছা, ফুটবলারদের উন্নত অনুশীলনের ব্যবস্থা করা।
লেবাননের বিপক্ষে ১–১ গোলে ড্র করে ২০২৬ বিশ্বকাপ ফুটবলের বাছাইয়ে এক পয়েন্ট অর্জন করেছে বাংলাদেশ। যেখানে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হেরেছে দল। ঘরের মাঠে ফুটবলারদের এই পারফরম্যান্সকে ভিন্নভাবে বিশ্লেষণ করছেন সাবেক ফুটবলাররা।
পিছিয়ে পরেও ম্যাচে ফেরা, এমনকি ম্যাচ জয়ের মানসিকতা তৈরি হয়েছে টাইগারদের। বাফুফে কর্তারা এই মানসিকতা ধরে রাখতে উন্নত অনুশীলন করানোর চিন্তা করছেন। বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের তৃতীয় ম্যাচে, আগামী ২১ মার্চ ফিলিস্তিনের সাথে খেলবে বাংলাদেশ। তার আগে বড় দলের বিপক্ষে ম্যাচ আয়োজনের পরামর্শ সাবেক ফুটবলাররা।
২০২৬ বিশ্বকাপের এএফসি অঞ্চলের বাছাইপর্বে তৃতীয় রাউন্ডে খেলতে বাংলাদেশকে আই গ্রুপে দ্বিতীয়স্থান নিশ্চিত করতে হবে। এজন্য বাকি চার ম্যাচের সবগুলোতে জয় পেতে হবে।
আল/ দীপ্ত সংবাদ