আবারও বিতর্ক জন্ম দিয়ে খবরের শিরোনাম হলেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান। আবারও অনলাইন জুয়ার সাইটের সঙ্গে জড়িয়ে বিতর্কের মুখে সাকিব আল হাসান।
গত বছর এক জুয়ার প্রতিষ্ঠানের সঙ্গে জড়িয়ে তোপের মুখে পড়েছিলেন সাকিব। বিসিবির কঠিন সিদ্ধান্তের ভয়ে সেই কোম্পানির সঙ্গে চুক্তি বাতিল করেছিলেন টাইগার অধিনায়ক। এবার নতুন করে ‘বাবু৮৮’ (BABU88) নামে একটি অনলাইন ক্যাসিনো ও ক্রিকেট এক্সচেঞ্জ সাইটের সঙ্গে জড়িয়েছে বাংলাদেশ তারকার নাম।
সম্প্রতি প্রকাশিত হওয়া একটি ভিডিওতে ‘বাবু৮৮’ নিয়ে সাকিবকে বলতে দেখা যাচ্ছে, ‘ওয়াও, এত দ্রুত (খেলার আপডেট দিচ্ছে)। বাবু৮৮ স্পোর্টস বাংলাদেশের এক নম্বর স্পোর্টস প্ল্যাটফর্ম। যেখানে আপনি ক্রিকেটসহ আরও সব খেলার আপডেট পাবেন। ক্রিকেটের উত্তেজনা উপভোগ করুন এবং বাবু এইটিএইট–এর ওপর আস্থা রাখুন। এক নম্বর এবং সবচেয়ে বিশস্ত ক্রিকেট ও অন্যান্য খেলার আপডেট পাওয়ার প্ল্যাটফর্ম এটি।’
অন্যদিকে ভিডিওটি প্রকাশিত হয়েছে অক্টোবরের ১১ তারিখ, তখন বিশ্বকাপের ১৩তম আসর খেলছে বাংলাদেশ। যখন বাংলাদেশের ব্যাটিং অর্ডারের পরিবর্তনের ছড়াছড়ি, প্রতি ম্যাচেই পরিবর্তন হয়েছে টিম কম্বিনেশন। বিশ্বকাপের মাঝে জুয়ারি ওয়েবসাইটে এমন বিজ্ঞাপনে সাকিব, যা দেশের ক্রিকেটের অস্থিরতায় বটে।
কানাডার গ্লোবাল টি–টোয়েন্টি লিগের সর্বশেষ আসরে মন্ট্রিয়াল টাইগার্সের হয়ে খেলেছেন সাকিব। জানা যাচ্ছে, সাকিবের এই ফ্র্যাঞ্চাইজিটির টাইটেল স্পন্সর বেটিং প্রতিষ্ঠান বাবু৮৮। সাধারণত বিভিন্ন লিগের ফ্র্যাঞ্চাইজিগুলোর হয়ে খেলতে গেলে স্পন্সরের হয়ে বিজ্ঞাপণ করতে হয় ক্রিকেটারদের। তবে বাংলাদেশের প্রচলিত আইনে জুয়া সংক্রান্ত সবকিছুই নিষিদ্ধ।
আল/ দীপ্ত সংবাদ