বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বে কাল মুখোমুখি হবে ব্রাজিল ও আর্জেন্টিনা। ব্রাজিলের মারাকানায় খেলা শুরু হবে বাংলাদেশ সময় বুধবার (২২ নভেম্বর) ভোর সাড়ে ৬টায়।
ব্রাজিল ও আর্জেন্টিনা। যে দুই নামেই গোটা ফুটবল বিশ্ব দুই ভাগে বিভক্ত। তবে তাদের মুখোমুখি লড়াইটা দেখা যায় না সহসা। গত বিশ্বকাপের সেমিফাইনালে মাঠে নামার কথা থাকলেও, ব্রাজিল শেষ আটে বাদ পড়ায়, আশা মেটেনি ভক্তদের। তবে এগারো মাসের মধ্যেই এবার মুখোমুখি তারা। নিজেদের হোম ম্যাচের ভেন্যু হিসেবে ব্রাজিল বেছে নিয়েছে বহু ইতিহাসের সাক্ষী, মারাকানা স্টেডিয়ামকে।
৩৬ বছেরের অপেক্ষার পর কাতার বিশ্বকাপে নিজেদের তৃতীয় শিরোপা ঘরে তোলে আর্জেন্টিনা। তবে টানা ১৪ ম্যাচ অপরাজিত থাকার পর, বুয়েনস এইরেসে ছন্দপতন হয় আকাশী নীলদের। ২০২৬ বিশ্বকাপের বাছাইয়ে উরুগুয়ের কাছে ২–০ গোলে হেরেছে তারা।
এবার লড়াইটা ব্রাজিলের বিপক্ষে, তাইতো আরেকবার ২০২১ কোপার স্বাদ নিতেই চাইবেন বিশ্ব চ্যাম্পিয়ন লিওনেল মেসি। কারণ এই মারাকানাতেই সেলেসাওদের হারিয়ে ২৮ বছর পর শিরোপা খরা ঘোচে আলবিসেলেস্তেদের।
এদিকে, ঘরের মাঠে ফেভারিট হিসেবেই নামবে ব্রাজিল। যদিও বিশ্বকাপ ব্যর্থতার ছোবল এখনও কাটিয়ে উঠতে পারেনি ফার্নান্দো দিনিচের শিষ্যরা। বাছাইপর্বে উরুগুয়ের বিপক্ষে হারের পর সবশেষ কলম্বিয়ার কাছেও হেরে মানষিকভাবে বেশ বিপর্যস্ত জেসুস–রদ্রিগোরা।
এছাড়া চোটের ছোবলে চির প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে মাঠে নামা হবে না অনেকেরই। হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় লম্বা সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হবে নেইমারকে। তার সাথে যুক্ত হয়েছেন মিডফিল্ডার ক্যাসেমিরো। কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে পাওয়া চোটে এবার থাকছেন না ভিনিশিয়াসও। তাদের বদলে প্রথমবারের মতো দলে ডাক পেয়েছে এক ঝাঁক তরুণ।
আল/ দীপ্ত সংবাদ