ফেনী জজ আদালতের আইনজীবী মোজাম্মেল হকের মৃত্যুতে ২০ নভেম্বর সোমবার আদালতের বিচারিক সব কার্যক্রম বন্ধ ছিলো। জেলা জজের ফুল কোর্ট রেফারেন্স নিয়ম অনুযায়ী আইনজীবী মারা গেলে আদালতের কার্যক্রম বন্ধ থাকে। তাই আজ ফেনী আদালতের সব ধরনের বিচারিক কার্যক্রম বন্ধ ছিলো।
আইনজীবী মোজাম্মেলের বাড়ি ফেনীর দাগনভূঞা উপজেলার দুধমুখা গ্রামে। গত বৃহস্পতিবার ১৬ নভেম্বর আইনজীবী মোজাম্মেল হক চট্টগ্রাম রেল স্টেশনে হৃদরোগে আক্রান্ত হন। তার মোবাইলের ডায়ালে থাকা নম্বরে ফোন দিলে চট্টগ্রাম জেলা জজ ফোন ধরেন। পরে আইনজীবীকে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। পরের দিন শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আদালত সূত্রে জানা গেছে, জেলা জজের ফুল কোর্ট রেফারেন্স (আইনজীবীর মৃত্যুতে হাকিমের শোকসভা) পালিত হয়েছে। ফেনী জেলা ও দায়রা জজ এএসএম রুহুল ইমরানের সভাপতিত্বে তাঁর কোর্টে এই সভা অনুষ্ঠিত হয়।
ফেনী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল করিম মজুমদারের সঞ্চালনায় শোক সভায় বক্তব্য রাখেন নারী ও শিশু ট্রাইব্যুনালের বিচারক মো. আসাদুজ্জামান খান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আতাউল হক, ভূমি জরিপের বিচারক মো. আলী আক্কাস, ৮ জন সিনিয়র জুডিশিয়াল ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ফেনী জেলা আইনজীবী সমিতির সভাপতি আবুল বশর চৌধুরী। সভায় ফেনী জজ আদালতের নিবন্ধিত ৩৫০ জন আইনজীবী উপস্থিত ছিলেন। পরে ফেনী জেলা আইনজীবী সমিতির সভাকক্ষে আলাদা শোকসভার আয়োজন করা হয়।
আবদুল্লাহ মামুন/ আল/ দীপ্ত সংবাদ