ভারতের তৃতীয় নাকি অস্ট্রেলিয়ার ‘মিশন হেক্সা’? দেড়মাসের বিশ্বকাপ কর্মযজ্ঞ একেবারে শেষপ্রান্তে। ত্রয়োদশ বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি স্বাগতিক ভারত ও অস্ট্রেলিয়া।
রবিবার (১৯ নভেম্বর) দুপুর ২টায় আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে টসের জন্য নামেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা ও অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। টসে জিতে প্রথমে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান প্যাট কামিন্স।
১০ বছর পর রোহিতদের সামনে শিরোপাখরা ঘুচানোর সুযোগ। সমান লড়াইয়ের ইঙ্গিত অজি অধিনায়ক প্যাট কামিন্সেরও।
তবে প্যাট কামিন্স, মিচেল স্টার্কদের বোলিং তোপে ৮১ রানেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছে রোহিত শর্মার দল।
আল/ দীপ্ত সংবাদ