জাতীয় নির্বাচন সামনে রেখে, দেড় লাখ ইভিএম প্রস্তুত করছে নির্বাচন কমিশন। এজন্য ত্রুটিপূর্ণ মেশিনগুলো মেরামত করা হচ্ছে। ইভিএম প্রকল্পের পরিচালক এ তথ্য জানিয়েছেন।
২৭ ডিসেম্বর হতে যাচ্ছে রংপুর সিটি করপোরেশন নির্বাচন। ভোট গ্রহণ হবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন- ইভিএমে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, রংপুর অঞ্চলের ১১ হাজার ইভিএমের সাত হাজারই ত্রুটিপূর্ণ। ইভিএমের প্রকল্প পরিচালক বলছেন, এসব মেশিন মেরামত কার্যক্রম একটি চলমান প্রক্রিয়া।
তিনি জানান, ইভিএমের বর্তমান প্রকল্পের পাঁচ বছর পূর্ণ হয়েছে। এসময় কেনা মেশিন দিয়ে দেড় হাজারের বেশি নির্বাচন পরিচালনা করেছে কমিশন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও এসব ইভিএম ব্যবহার হবে।
এদিকে, নির্বাচন কমিশন জানিয়েছে, শিগগিরই গাইবান্ধার উপনির্বাচনের অনিয়মের তদন্ত প্রতিবেদন অনুযায়ী জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, আগামী জাতীয় নির্বাচনে অনিয়ম ঠেকাতে, সব কেন্দ্রে পর্যাপ্ত সিসি ক্যামেরা স্থাপনের বিষয়ে ভাবছে কমিশন।